Sunday 6 August 2017

এক কৃষক গিয়েছিলেন ব্যাংকে লোন নিতে

এক কৃষক গিয়েছিলেন ব্যাংকে লোন নিতে। ২০ হাজার টাকা। ব্যাংক কর্মচারী বললেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল-আপ করতে।
এবার ব্যাংক কর্মচারী জিজ্ঞাসা করলেন আপনি এই টাকা দিয়ে কি করবেন?
-আমি একটি গরু কিনব। গরুর যা দুধ হবে, তা বিক্রী করবো।
আপনার কি কোন সিকিউরিটি আছে?
সিকিউরিটি মানে কি?
সিকিউরিটি হলো একটি মূল্যবান জিনিস যার দাম হলো ২০ হাজার টাকা। যদি আপনি কখনও এই ঋণ পরিশোধ না করতে পারেন আমরা ওটা নিয়ে নেব।
আমার একটি লাঙ্গঁল আছে।
লাঙ্গঁলের দাম তো আর বিশ হাজার হতে পারে না। আর কি আছে?
একটি ঘোড়া আছে।
ঘোড়ার বয়স কত?
দশ বছর I
ও মাই গড্। দেখি কিছু করা যায় কিনা !
ব্যাংকের কর্মচারী গেলেন ম্যানেজারের কাছে। ব্যাংকের ম্যানেজারের দয়া হলো। তিনি ২০ হাজার টাকা দিলেন ঐ কৃষককে।
ছয়মাস পরে ঐ কৃষক ফিরে এলো ব্যাংকে। হাতে বড় একটি পোঁটলা। ভিতরে টাকার বান্ডিল। গুনে গুনে সুদে আসলে শোধ করলো তার ঋণ। ব্যাংক কর্মচারী বললেন:
আপনার কাছে তো এখনও প্রচুর টাকা রয়েছে। বাকী টাকা দিয়ে কি করবেন?
-আমার বালিশের নীচে রেখে দেব।
আপনি তো আমাদের ব্যাংকে টাকা ডিপোজিট রাখতে পারেন।
ডিপোজিট মানে কি?
আপনার টাকা আমাদের এখানে থাকবে। যখন দরকার হবে, টাকা তুলতে পারবেন। এছাড়া সুদও পাবেন।
এবার কৃষক বললো :
-আপনাদের কোন সিকিউরিটি আছে?

No comments:

Post a Comment