Thursday 23 June 2016

উদ্দোক্তা, চাকুরীজীবী বা ফ্রিল্যান্সার যেটাই হতে চান না কেন আপনাকে পরিশ্রমী হতে হবে

উদ্দোক্তা, চাকুরীজীবী বা ফ্রিল্যান্সার যেটাই হতে চান না কেন আপনাকে পরিশ্রমী হতে হবে। সাফল্য একদিনে আসে না আবার সফল হবার পর তা ধরে রাখার জন্য কষ্ট করতে হয়। জীবনে শর্ট কাট আর যাই হোক স্মার্টনেস নয়। বিল গেটস, স্টিভ জবস, জ্যাক মা বা মার্ক জুকারবার্গের মত লোকদের জীবন সম্পর্কে পড়ে এটুকু বুঝতে পেরেছি যে তাদের মত লোকেরা প্রায় প্রত্যেকে সপ্তাহে ৭০ ঘণ্টা বা তারও বেশি কাজ করেন বা করেছেন বছরের পর বছর ধরে। অর্থাৎ তারা আমাদের দ্বিগুণ কাজ করেন এবং করতে ভালবাসেন। সফল যারা হয়েছেন তাদের প্রায় ৯৯% মানুষ গড়পড়তা মানুষের থেকে বেশি সময় ধরে কাজ করেন। এটি সাফল্যের এক নম্বর সুত্র।
দুর্ভাগ্যবশত আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বেশি করে লেখাপড়া করা মানে হল ডাল ব্রেনের প্রমান আর বেশি করে সিরিয়াস ও সিনসিয়ার ভাবে কাজ করা হল নির্বুদ্ধিতার লক্ষন। ক্লাস ফাকি দিয়ে সিনেমাতে যেতে পারা বাহাদুরির ব্যাপার আর অফিসের কাজে ফাকি দিতে পারে স্মার্টনেসের লক্ষন। 


তাই ২০% লোক হয়তো ভালই আছে কিন্তু অনেকেই ভাল নেই। টাকার টেনশন, বেকারত্বের জালা, শিক্ষায় ফেল আর সংসার জীবনের অনিশ্চয়তা এসব আমাদের দেশের অন্তত ৫০% মানুষের নিত্যসঙ্গী- কি শিক্ষিত কি অশিক্ষিত। যারা বয়সে তরুন তাদের মুক্তির উপায় একটাই পরিশ্রমী হতে শিখুন এবং অভ্যাস্ত হোন। না হলে, কপালে আসলেই দুঃখ আছে।
আপনি পরিক্ষায় পাস না করলে আপনার পরিবার বা বন্ধুরা আপনাকে সাপোর্ট দেবে না কোন ভাবেই- বরং মুখের উপর ফালতু কথা বলবে, অপমান করবে। লেখাপড়া শেষ করে চাকুরি না পেলে আপনাকে কেউ সাপোর্ট করবে না কোন ভাবেই। আপনার জীবন কতটা বিষময় করা যায় সেদিকে পাল্লা দেবে।


Razib Ahmed - eCab