Monday 28 August 2017

আপনি চাকুরীর চেয়ে উদ্দোক্তা হয়ার জন্য কেন বেশী গুরুত্ব দিবেন তার ৩ টি কারন

আপনি চাকুরীর চেয়ে উদ্দোক্তা হয়ার জন্য কেন বেশী গুরুত্ব দিবেন তার ৩ টি কারন
১।আপনি আপনার কোম্পানির মালিকানা আপনার সন্তানদের কাছে হস্তান্তর করতে পারেন কিন্তু আপনি একই ভাবে আপনার চাকরির স্থানান্তর করতে পারবেন না। তারা নীচে থেকে তাদের কর্মজীবন শুরু করতে হবে
২। যখন আপনি আপনার ব্যবসা সফল হবেন, তখন হাজার হাজার মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি করা হবে। হাজার হাজার পরিবার আপনার জন্য ভাল জীবন পাবে।
৩। বর্তমানে চাকুরীর বাজার বেশ প্রতিযোগিতা সম্পন্ন ও হিংস্র প্রকৃতির ।এর মধ্যে যদি আপনি ভাল একটা চাকুরী পেয়ে যান তাহলে ই শেষ নয়। আপনার কলিগ্রা ই আপনাকে নিচে নামাতে সহযোগীতা করবে, আপনার কাধে পা দিয়ে উপরে উঠার চেস্টা করবে আর আপনাকে ভুলে যাবে। সব পরিস্থিতি সামাল দিলে কঠিন পরিশ্রম করে অন্য জনের ব্যবসা কে সফল করে দিবেন।
তাই অন্য জনের ব্যবসা কে সফল না করে একই পরিশ্রম ও মেধার মাধ্যমে নিজের ব্যবসা কে সফল করা টা কি ভাল নয়?

No comments:

Post a Comment