সুখি হতে চাইলে - ক্ষমা করতে শিখতে হবে। ধনী হতে চাইলে - পরিশ্রমী হতে হবে। ক্ষমা পেতে চাইলে - বিনয়ী হতে হবে। ব্যক্তিত্ববান হতে চাইলে - ঠাট্টা ছাড়তে হবে। জ্ঞানী হতে চাইলে - কম কথা বলতে হবে। প্রিয়পাত্র হতে চাইলে - হাসতে শিখতে হবে। সম্পদশালী হতে চাইলে-বেশীবেশী দান করতেহবে। মহৎ হতে চাইলে - নিজের ভুল খুজঁতে হবে। সফলতা চাইলে - ধৈর্য্য ধারন করতে হবে। হীনমন্যতা এড়াতে চাইলে-প্রত্যাশাবর্জন করতেহবে। পাপ থেকে বাঁচতে চাইলে - লোভ ত্যাগ করতে হবে। স্রষ্টার কৃপা চাইলে - শোকর গুজার করতে হবে। অন্তরে শান্তি চাইলে - আপনজনদের সাথে ভাল ব্যবহার করতে হবে।"
No comments:
Post a Comment