Sunday 9 April 2017

পানি! আজব এক যৌগ!

পানিকে আমার কাছে পৃথিবীর উপাদানগুলোর মধ্যে সবচে আশ্চর্য লাগে!
:o
আজব ব্যপার, মাটির তলায় থাকা বর্ণহীন একটা 'কিছুমিছু' এটা। আবার পরিষ্কার হয়ে উঠে আসে কূপের মাধ্যমে।
:o
রঙ নাই, আবার দেখাও যায়। ছুঁইতে গেলে ভিজে যায়, অথচ হাতে রাখা যায়না! 
নড়ে চড়ে একা একাই, অথচ জীবন নাই।
:(
স্থানে স্থানে পুকুর, নদী বিলে পানি জমে থাকে। অথচ মাটি সেটা শুষে নেয়না ক্যান?
আশেপাশের মাটিতো শুষে নিতে পারে!
না, একে আবার সূর্য শুষে নিয়ে বাতাসে ঝুলিয়ে রাখে।
:/
আবার বৃষ্টি হয়ে ঠান্ডা পানি ফিরিয়ে দেয় ভূমিতেই।
:o
এই পানি আবার দুইটা গ্যাস দিয়ে হয়, অক্সেজেন-হাইড্রোজেন।
চাইলে গবেষণাগারে পানি বানাতেও পারেন। তবে সেটাতে জীবনরক্ষা হবেনা।
ঐ পানি খেলে মরতেই হবে, কারণ সে পানিতেতো খনিজ উপাদান থাকেনা!
:(
এই "ভিজা ভিজা" পানিকে নিয়ে আমি ভেবে কিছু কুল পাইনা!

Writing Credit: Taisiya Mostafa

No comments:

Post a Comment