Wednesday 26 April 2017

ইউনাইটেড স্টেটস অব নোয়াখালী

দেশ:- ইউনাইটেড স্টেটস অব নোয়াখালী :D
রাজধানী:- ফেনী
মুদ্রা:- টেঁয়া :P
রাষ্ট্রভাষা:- নোয়াখাইল্ল্যা 
আয়তন:- ৬৫৭১.৪৩ বর্গ কিঃমিঃ
জনসংখ্যা:- ৬৫৯৫৫৭৭ প্রায় (২০১১ আদমশুমারি অনুযায়ী)
জনসংখ্যা ঘনত্ব:- ১০০০/বর্গ কিঃ মিঃ
অর্থনীতি:- কৃষি, পরিবহণ,
বৈদেশিক রেমিটেন্স সমুদ্র বন্দর:- হাতিয়া কলিং কোড:- +৮০৮ ইন্টারনেট টিএলডি:- .nk সময় অঞ্চল:- এনএসটি (ইউটিসি +৬)
সরকার:- সংসদীয় গণতন্ত্র
রাষ্ট্রপতি:- ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী:- খালেদা জিয়া
স্পিকার:- শিরিন শারমিন চৌধুরী
স্বাধীনতা:- বাংলাদেশ থেকে
বাণিজ্যিক রাজধানী:- চৌমুহনী
জাতীয় সংগীত:- আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক ভাই, হেনী মাইজদী চৌমুহনীর নাম কে হুনে নাই ? :P
.
বিখ্যাত ব্যক্তিবর্গ:- বেগম খালেদা জিয়া, শহীদ সালাম, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সেলিম আল দীন, ওয়াসফিয়া নাজরীন, স্যার এ এফ রাহমান, গাজীউল হক, এবিএম মূসা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আবদুল মালেক উকিল, মুনীর চৌধুরী, এটিএম শামসুজ্জামান, নিশাত মজুমদার, রামেন্দু মজুমদার

No comments:

Post a Comment