Friday 6 January 2017

Important Word Meaning Related To Freelancing

#Domain (ডোমেইন): একটি ওয়েবসাইটের নামকে ডোমেইন বলে। www.google.com যদি একটি ওয়েবসাইট হয়, তাহলে google হল তার Domain Name. ডোমেইন এর আবার বিভিন্ন extension রয়েছে, এগুলো ডোমেইন এর পরে ব্যবহার করা হয়। যেমনঃ .com, .net, .org ইত্যাদি। এদেরকে TLD (Top Level Domain) বলে। ডোমেইন এর আগে কোন শব্দ ব্যবহার করা হলে তাকে sub-domain বলা হয়। যেমনঃ blog.google.comdrive.google.com ইত্যাদি। এখানে blog, drive এগুলো সাব-ডোমেইন।
#Hosting (হোস্টিং): PC (Personal Computer) এ যেমন আমাদের সকল ফাইল, ফোল্ডার রাখার জন্য আমরা হার্ডডিস্ক ব্যবহার করে থাকি, তেমনি ওয়েবসাইট এর ফাইল বা ফোল্ডার রাখার জন্য এক ধরনের অনলাইন হার্ডডিস্ক বা সার্ভার ব্যবহার করা হয়। একে হোস্টিং বলে। ওয়েব ডেভেলপার বিভিন্ন কোডিং এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করে সেটা হোস্টিং এ রেখে দেয়, www(world wide web) এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে তা দেখা যায়।
#Server (সার্ভার ): একটি বিশেষ ধরনের অনলাইন হার্ডডিস্ক যেটা ২৪ ঘণ্টা অনলাইন এ থাকে। যেটা বিভিন্ন ধরনের ওয়েব ফাইল রাখা বা আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইট ব্যক্তিগত বা অফিসিয়াল ইনফরমেশন শেয়ার করার কাজে ব্যবহার করা হয়। আপনার পার্সোনাল কম্পিউটার থেকে শেয়ার করা হলে, আপনি যখন কম্পিউটার বন্ধ রাখবেন বা আপনার বিদ্যুৎ থাকবে না, তখন অন্য কেউ সে ফাইল বা ফোল্ডারটি দেখতে পারবে না। তাই ওয়েবসাইট এর ফাইল সমূহ Server PC বা Hosting এ রাখা হয়।
#Web Site ( ওয়েবসাইটঃ ) : Domain & Hosting এর combination. একটি ওয়েবসাইট বানাতে হলে আপনাকে এই দুটি জিনিস কিনতে হবে। আপনি যে কোম্পানি থেকে ডোমেইন ও হোস্টিং নিবেন তারা সব সেটআপ করে আপনাকে ওয়েবসাইট এর এক্সেস দিয়ে দিবে।
#Freelancing ( ফ্রীল্যান্সিং ) : Word টি শুনে মনে হতে পারে, ফ্রিতে কাজ করা, আসলে কিন্তু তা নয়। সহজ কথায়, অবসর সময়ে অতিরিক্ত আয় করার জন্য যে কাজ করা হয় তা তাকে ফ্রীল্যান্সিং বলে। অনেকেই ফ্রীল্যান্সিং বলতে কেবল মাত্র অনলাইন কাজকে বুঝে, ব্যাপক অর্থে এমনই মনে হতে পারে। সহজ একটি উদাহরণ এর মাধ্যমে ব্যাপারটি পরিষ্কার করার চেষ্টা করছি। ধরুন আপনার বড় ভাই বা বাবা আপনাকে বাসার বিদ্যুৎ বিল দেয়ার জন্য ১০০০টাকা দিলেন এবং ১০০ টাকা খরচ সাথে দিলেন। এই কাজটি আপনার পেশা নয় , কিন্তু এর মাধ্যমে আপনার সাময়িক কিছু ইনকাম হল। এখন আপনি চাইলে একইভাবে আপনার প্রতিবেশি, আত্মীয়দের বিল দেয়ার মাধ্যমেও কিছু ইনকাম করতে পারেন। :P
#Outsourcing ( আউট সোর্সিং ): উপরে বর্ণিত ফ্রীল্যান্সিং এর সময় আপনার বাবা বা ভাই Outsourcing করালেন। কাজটি তিনি নিজেও করতে পারতেন, কিন্তু সময় স্বল্পতা বা ছোট কাজ কিন্তু বেশি সময় লাগবে এজন্য আপনাকে দিয়ে ফ্রীল্যান্সিং করালেন। :D কিন্তু অনলাইন ফ্রীল্যান্সিং এবং আউট সোর্সিং এ আপনাকে একটি নির্দিষ্ট কাজে দক্ষ হতে হবে।
#Digital Marketing (ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইন্টারনেট মার্কেটিং ) :
আমরা মার্কেটিং কি কম বেশি সবাই জানি। মার্কেটিং হচ্ছে বসুন্ধরা সিটি যেয়ে গার্লফ্রেন্ড এর জন্য ঈদ এ নতুন জামা ও জুতা কেনা। তাই না? আসলে কিন্তু না :P আসলে মার্কেটিং হচ্ছে যে কোন পণ্য অথবা সার্ভিস এর প্রমোশন করা, প্রচার করা ও ওই পণ্য এর ক্রেতা তৈরি করা। এই মার্কেটিং আপনি যখন অনলাইন এ করবেন সেটা হবে “ডিজিটাল মার্কেটিং”। আপনি যখন আপনার এই “ডিজিটাল মার্কেটিং” স্কিল টা নিজের কোন প্রডাক্ট অথবা সার্ভিস এর বিক্রয় ও প্রমোশন এর জন্য ব্যাবহার করবেন, তখন সেটা হবে ইন্টারনেট মার্কেটিং। আর আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং।
#Niche (নিশ) : নিশ কে সহজ ভাষায় বলা যায় “ইন্ডাস্ট্রি”। মার্কেট এ গেলে যেমন দেখা যায় – কাপড় এর দোকান, খাওয়ার দোকান, জিম, বিউটি পার্লার ইত্যাদি। আপনি জানেন ইন্টারনেট এও রয়েছে ফুড এর ওয়েবসাইট, ড্রেস এর ওয়েবসাইট, বিভিন্ন বিউটি প্রডাক্ট ইত্যাদি। এখন খাওয়ার দোকান যেমন হচ্ছে “ফুড ইন্ডাস্ট্রি” এর মধ্যে, একইরকম “ফুড এর ওয়েবসাইট” হচ্ছে “ফুড নিশ” এ। অফলাইন এ ইন্ডাস্ট্রি আর অনলাইন এর ভাষায় “নিশ”। নিশ কে ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট ও প্রডাক্ট এর ক্যাটাগরি ও বলা চলে।
লিস্টটি আপডেট করা হবে।

1 comment:

  1. Haloo pak^^

    Kami dari SENTANAPOKER ingin menawarkan pak^^

    Untuk saat ini kami menerima Deposit Melalui Pulsa ya pak.

    *untuk minimal deposit 10ribu
    *untuk minimal Withdraw 25ribu

    *untuk deposit pulsa kami menerima provider
    -XL
    -Telkomsel


    untuk bonus yang kami miliki kami memiliki
    *bonus cashback 0,5%
    *bunus refferal 20%
    *bonus gebiar bulanan (N-max,samsung Note 10+,Iphone xr 64G,camera go pro 7hero,Apple airpods 2 ,dan freechips)

    Daftar Langsung Di:

    SENTANAPOKER

    Kontak Kami;

    WA : +855 9647 76509
    Line : SentanaPoker
    Wechat : SentanaPokerLivechat Sentanapoker

    Proses deposit dan withdraw tercepat bisa anda rasakan jika bermain di Sentanapoker. So… ? tunggu apa lagi ? Mari bergabung dengan kami. Pelayanan CS yang ramah dan Proffesional dan pastinya sangat aman juga bisa anda dapatkan di Sentanapoker.

    ReplyDelete