Wednesday 9 August 2017

একবার একটি জাহাজ নষ্ট হয়ে গিয়েছিল

একবার একটি জাহাজ নষ্ট হয়ে গিয়েছিল। মালিক অনেক চেষ্টা করছিলেন রাজ্যে কেউ আছে কি না যে তার জাহাজ ঠিক করে দিতে পারে। অনেকেই আসে যায়। কিন্তু কেউই জাহাজ ঠিক করতে পারে না। অবশেষে একদিন এক লোক এল। তার কাছে ছিল একটি টুলবক্স। সে বেশ কিছুক্ষণ জাহাজের পার্টসগুলো পরীক্ষা করল। ইঞ্জিনের কাছে গিয়ে সে তার বক্স থেকে একটা হ্যামার বের করল ও তিনটি বাড়ি দিল। আশ্চর্যজনকভাবে জাহাজটি ঠিক হয়ে গেল। বিকল ইঞ্জিন সচল হয়ে গেল। মালিক মহাখুশি। মালিক তার ওয়াদা অনুযায়ী এবার লোকটিকে পুরস্কৃত করবে। লোকটিকে বিল পাঠাতে বলা হল। লোকটা বিল পাঠাল এক লাখ টাকা। বিল দেখে জাহাজের মালিকের মাথায় হাত। এত টাকা বিল কেন, তুমি তো কেবল জাহাজে তিনটি বাড়ি মেরেছ, তার জন্য কেন এত টাকা চাইছ। তুমি আমাকে ভেঙে ভেঙে দাম বলত। তখন লোকটি বলল, বাড়ি ৩টা মারার জন্য আমি আসলে ৩০০ টাকা চার্জ করেছি, আর বাড়ি ৩টা কোথায় মারতে হবে সেটা জানার জন্য চার্জ করেছি আর ৯৯,৭০০ টাকা। এ টাকাটা আমার নলেজের দাম।
শিক্ষা: জ্ঞান অর্জন কখনই বৃথা যায় না। জ্ঞানী লোককে সবাই খুঁজে নেয় ও সমাদর করে।

No comments:

Post a Comment