Wednesday 9 August 2017

সে’ই প্রকৃত জেদী

১. সে’ই প্রকৃত জেদী,
যে কর্মের মাধ্যমে জেদ প্রকাশ করে।
.
২. সে’ই প্রকৃত বুদ্ধিমান,
যে তার দোষ প্রথমে স্বীকার করে।
.
৩. সে’ই প্রকৃত ব্যবসায়ী,
যে কাস্টমারের সাথে সুলভ ব্যবহার করে।
.
৪. সে’ই প্রকৃত শিক্ষক,
যে তার শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষা দেয়।
.
৫. সে’ই প্রকৃত শিক্ষার্থী,
যে তার শিক্ষককে মা বাবার মতই সম্মান করে।
.
৬. সে’ই প্রকৃত স্বামী,
যে তার স্ত্রীকে অন্য কোন মেয়ে বা মহিলার
সাথে তুলনা করে না।
.
৭. সে’ই প্রকৃত স্ত্রী,
যে তার স্বামীর অল্প উপার্জনেই সন্তুষ্ট থাকে।
.
৮. সে’ই প্রকৃত ছেলে/ মেয়ে,
যে তার মা বাবাকে কষ্ট দেয় না।
.
৯. সে’ই প্রকৃত দেশ প্রেমিক,
যে তার দেশের কল্যানে কাজ করে।
.
১০. সে’ই প্রকৃত বন্ধু,
যে তার বন্ধুর ক্ষতি করে না।
.
১১. সে’ই প্রকৃত শিক্ষিত,
যে সর্বদা বিনয়ের সহিত কথা বলে।
সংগৃহীত

No comments:

Post a Comment